শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
The Daily Post

জামালপুরে বিদ্যালয় ভবনের উদ্বোধন  

জামালপুর প্রতিনিধি 

জামালপুরে বিদ্যালয় ভবনের উদ্বোধন  

জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের চান্দের হাওড়া এলাকায় আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নতুন পাঁচতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিকেলে সেবা দেন প্রতিষ্ঠান দাতা পরিবারের সদস্য ডা. মাহবুবা জান্নাত। ভবন উদ্বোধনের প্রধান অতিথি ছিলেন, জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। 

এতে বিশেষ অতিথি ছিলেন, জামালপুর জেলা পুলিশ সুপার অপারেশন সৈয়দ মাসিদ আনোয়ার, সিভিল সার্জন ডা. ফজলুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, জিন্নাত শহীদ পিংকি, ইউনিয়ন বিএনপর সভাপতি আব্দুস সামাদ ছানা ও আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। 

এর একই এলাকায় মা খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদ্রাসা ও এতিম খানার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাসিনা বেগম। 

টিএইচ